ঢাকা শহরে বাসা বাড়ির সাপ্লাই পানিতে ও ফুটপাতে যে পানি ব্যবহার করা হয় সেই পানিতে মলের জীবাণু পাওয়া গেছে। পানির অপর নাম জীবন এবং জীবন ধারণের জন্য পানি একটি অপরিহার্য উপাদান। তবে দূষিত পানি পানের কারণে এই জীবনে হতে পারে মারাত্মক ক্ষতি কিংবা মৃত্যু পর্যন্ত হতে পারে।
ঢাকার পানির সম্বন্ধে জনস্বাস্থ্য ইনস্টিটিউট একটা গবেষণা করছে সেই গবেষণায় ওঠে এসেছে ঢাকা শহরে বাসা-বাড়ির খাওয়ার পানিতে ৩০ ভাগ, রান্নাঘরের পানিতে ২৫ ভাগ, গোসলের পানিতে ৪৫ ভাগ, ট্যাঙ্কির ৭৫ ভাগ পানিতে মলের জীবাণু এবং ২৯ শতাংশই হচ্ছে গ্রহনযোগ্য মাত্রার থেকে বেশি ভারী ধাতব পদার্থ বা মেটালিক জিনিস। গবেষণায় আরো ওঠে এসেছে এত জীবাণু, ব্যাক্টেরিয়া, ভারী ধাতব পদার্থের কারণে নানা রকমের রোগ সৃষ্টি হতে পারে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে প্রায় ১৫০ টি ওয়ার্ড থেকে ২০০ ও বেশি নমুনা সংগ্রহ করা হয় ঢাকা শহরের পানির। এবং সেটা জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি তে পাঠানো হয়। তবে সেই গবেষণার ফলাফল প্রকাশ করা হয় নি। খুব সহজ ভাবে আমরা এই দূষিত পানির শিকার হতে পারি। দূষিত পানির কারণে অনেক ভয়াবহ রোগ জীবাণুতে আক্রান্ত হচ্ছি।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুশতাক হোসেন বলেন, দেশে নগরায়ণ বেড়েছে, কিন্তু নিরাপদ পানির সংস্থান বাড়েনি। এ কারণে সুপেয় পানির লাইনে ছিদ্র করে নগরীর ভাসমান লোকেরা পানি নিয়ে থাকে। পাইপে পানির চাপ কম থাকলে এতে পয়োবর্জ্যের মিশ্রণ ঘটে। পয়োবর্জ্যে মারাত্মক ক্ষতিকর ব্যাকটেরিয়া ই-কোলাই থাকে। এই দূষিত পানি ব্যবহারে পেটের পীড়া, হেপাটাইটিস, জন্ডিস, টাইফয়েড ইত্যাদি প্রাণঘাতী রোগের জীবাণু মানুষের শরীরে প্রবেশ করে। এসব পানি পানে যারা রোগাক্রান্ত হচ্ছে, তাদের কম অংশেরই লক্ষণ প্রকাশ পায়। তবে ভেতর ভেতরে পরিপাকতন্ত্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে ভয়াবহ অসুস্থতার মুখে পড়ে।
এখন বাইরে অনেক গরম এবং বেশি বেশি পানি পান করছি। নিজে সুস্থ থাকতে পানি পান করার সময় নিশ্চিত করতে হবে বিশুদ্ধ পানি। আর এই বিশুদ্ধ পানির জন্য আমরা আস্থা রাখতে পারি Heron ওয়াটার পিউরিফায়ারে। Heron ওয়াটার পিউরিফায়ার দিবে আপনাকে শতভাগ বিশুদ্ধ পানি।
 
                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                    