সুস্থ থাকতে বিশুদ্ধ পানি মানুষের জন্য অপরিহার্য। আমরা যে পান করি তা অবশ্যই নিরাপদ, পরিষ্কার ও বিশুদ্ধ হতে হবে। পানি বিশুদ্ধ করার সব চেয়ে আধুনিক উপায় হল RO ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করা কারণ এটি পানি মধ্যে থাকা ভিবিন্ন ময়লা, রোগ জীবাণু, ও ক্ষতিকর ধাতু দূর করতে সাহায্য করে এবং এটি পান করা নিরাপদ করে তোলে।
বর্তমান আধুনিক যুগে মানুষের কাছে RO ওয়াটার পিউরিফায়ার অনেক জনপ্রিয় হয়ে ওঠেছে। বিশুদ্ধ ও নিরাপদ পানির জন্য RO ওয়াটার পিউরিফায়ার এর সঠিক ব্যবহার, প্রি ফিল্টার কার্টিজ, ও অনন্যা কার্টিজ ফিল্টার গুলির পরিবর্তন, ব্যবহার, তাদের দীর্ঘায়ু, কার্যক্ষমতা, পানির ট্যাপ ইত্যাদি মেইন্ট্যানেন্স এর জন্য আমাদের সঠিক জ্ঞান থাকা প্রয়োজন। আসুন দেখে নিন কত দিন পর পর ফিল্টার কার্টিজ পরিবর্তন ও কিভাবে এর যত্ন নিতে হয়।
আমাদের যদি সঠিক আরও ওয়াটার ফিল্টার মেইন্ট্যানেন্স জ্ঞান থাকে তাহলে আপনি নিশ্চিন্তে বছরের পর বছর RO ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করতে ।
RO ফিল্টারের কার্টিজ সমূহ কত দিন পর পরিবর্তন করবেন ?
প্রাক-ফিল্টার প্রতিস্থাপন: ওয়াটার ফিল্টার এর অন্যন্যা ফিল্টার গুলির লাইফ কে দীর্ঘ্যস্থায়ী করতে আমরা প্রী স্টেজ ফিল্টার (PP) ব্যাবহার করতে পারি। প্রাক ফিল্টার পানিতে থাকা দৃশমান ময়লা অপসারণ করবে এবং অন্যান্ন ফিল্টার গুলির সেফ গার্ড হিসেবে কাজ করবে। এটি সাধারণত ৩ মাস পর পর পরিবর্তন করতে হয়।
নেট কার্বন ফিল্টার - নেট কার্বন ফিল্টার অনেকে এটা CTO ফিল্টার নামেও পরিচিত। নেট কার্বন ফিল্টার ক্ষুদ্র ক্ষতিকর কণাকে অপসারণ করে থাকে। এবং এর মেয়াদ কাল ৬ মাস পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ ৬ মাস পর পর নেট কার্বন ফিল্টার পরিবর্তন করতে হবে।
গ্রানুলার অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার - গ্রানুলার অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার অনেকে এটা কে GAC ফিল্টার ও বলে থাকে। হল একটি যন্ত্র যা পানি থেকে অমেধ্য এবং দূষণকারী এবং অন্যান্য খারাপ রাসায়নিক পদার্থ অপসারণ করতে এবং পানিকে বিশুদ্ধ করতে ব্যবহৃত হয়। এটি সাধারণত ৬ মাস পর পর পরিবর্তন করতে হয়
RO মেমব্রেন - RO মেমব্রেন পানিতে দ্রবীভূত বিভিন্ন আয়ন, লবন, ব্যাক্টেরিয়া, ভাইরাস অপসারণ করে পানিকে পানের উপযোগী করে তোলে। RO মেমব্রেন এর মেয়াদ কাল সাধারণত ১ বছর পর পর পরিবর্তন করতে হবে।
টেস্ট এন্ড অডর ফিল্টার - টেস্ট এন্ড অডর ফিল্টার পানির প্রাকৃতিক স্বাদ সামঞ্জস্য করে নিরাপদ খাবার পানি সরবরাহ করে। এটি সাধারণত ৬ মাস পর পর পরিবর্তন করতে হয়।
RO ওয়াটার ফিল্টারের যত্ন নেবেন যেভাবে?
১. সময় মত কার্টিজ ফিল্টার পরিবর্তন
ওয়াটার পিউরিফায়ারে ভিবিন্ন ধরণের ফিল্টার কার্ট্রিজ ব্যবহার করা হয়। সব চেয়ে কমন ফিল্টার কার্টিজ গুলি হলো - নেট কার্বন ফিল্টার, গ্রানুলার অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার, RO মেমব্রেন ফিল্টার এবং টেস্ট এন্ড অডির ফিল্টার।
২. দক্ষ টেকনিসিয়ান দ্বারা ফিল্টার কার্টিজ পরিবর্তন
দক্ষ টেকনিসিয়ান দ্বারা ফিল্টার কার্টিজ ও অন্নান একসেসোরিজ গুলি পরিবর্তন করবেন। কখনোই অদক্ষ কর্মী দ্বারা ফিল্টার কার্টিজ ও অন্নান এক্সেসরিজ গুলি পরিবর্তন করার চেষ্টা করবেন না। কারণ সঠিক ভাবে ফিল্টার কার্টিজ পরিবর্তন না করতে পারলে পরবর্তী ফিল্টার কার্টিজ গুলি সমস্যার সম্মুখীন হতে পারে।
৩. পানির ফিল্টারে গরম পানি ঢালা থেকে বিরত থাকুন
পানির ফিল্টারে গরম পানি ঢালা থেকে বিরত থাকুন। অনেকেই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে গিয়ে পানি গরম করে ফিল্টারে ব্যবহার করে থাকে। RO ওয়াটার পিউরিফায়ারে গরম পানির ডালার প্রয়োজন নেই।
৪. ডাস্ট কভার ব্যবহার করা।
ওয়াটার পিউরিফায়ার কে বাহিরের ময়লা থেকে সুরক্ষিত রাখতে আমরা ডাস্ট কভার ব্যবহার করতে পারি। এতে আমাদের ওয়াটার পিউরিফায়ার কে বাহিরের ময়লা থেকে সুরক্ষিত করবে।
৫.মাইক্রো ফাইবার ম্যাশ বা ছাকনি পরিষ্কার
ফিল্টার এর মাইক্রো ফাইবার ম্যাশ বা ছাঁকনি প্রতি সপ্তাহে পরিষ্কার করুন। কার্টিজের সঙ্গে ছাঁকনিটাও বদলান অন্তত বছরে দুবার।
৬. শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করা।
ওয়াটার পিউরিফায়ার বাহিরের অংশে শুধু মাত্র শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করুন। কখনোই পরিষ্কার করতে সাবান, ডিটারজেন্ট অন্যান উপাদান ব্যবহার করবেন না এবং ফিল্টারের ভেতর কখনোই সাবান বা ডিটারজেন্ট দিয়ে ধোয়া যাবে না
৭. বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা
ফিল্টার কার্টিজ পরিবর্তন ও পরিষ্কার করার সময় অবশই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন।
সঠিক ভাবে RO ওয়াটার পিউরিফায়ার ব্যবহার নিশ্চিত করতে পারলে আপনি দীর্ঘ দিন ব্যবহার করতে পারবেন, পাশা পাশি খরচ ও কমবে এবং বিশুদ্ধ পানি নিচ্চিত হবে। তাই খরচ সাশ্রয়ী এবং বিশুদ্ধ পানির জন্য RO ওয়াটার পিউরিফায়ার সময় মত ফিল্টার কার্টিজ পরিবর্তন ও ওয়াটার পিউরিফায়ার এর যত্ন নিতে হবে। বিস্তারিত জানতে ভিজিট: https://heronwaterpurifier.com অথবা অথবা ওয়াটার এক্সপার্ট এর সাথে কথা বলতে সরাসরি কল করুন ০১৮১০০৩৩৫৫০ এই নম্বরে